এমরান আহমদঃ ঘিলাছড়া মোকামের তল খেলোয়াড় কল্যাণ সংস্থার উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আওতাধীন মোকামের তল সংলগ্ন মাঠে ২১ জানুয়ারি শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় তায়িবা স্পোর্টিং ক্লাব কে দুই শুন্য গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে সুনার বাংলা মনসুর একাদশ।
ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায় মেহেদী মুন্নার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ইরন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিরুন নেছা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং ফিজা এন্ড কোং মাইজগাঁও শাখার স্বত্বাধিকারী সাইফুল ইসলাম মনা।
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মন্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল শহীদ কাজল, তারা মিয়া, ওয়াইজ উদ্দিন মাস্টার, লিটন আহমদ, সামস উদ্দিন, এমরান হাসান এমরুল সহ আরও অনেক।
উক্ত খেলায় প্রথম পুরুস্কার নগদ ১৫ হাজার টাকা স্পন্সর করছেন শাজাহান কিবরিয়া সাজু এবং দ্বিতীয় পুরুষ্কার স্পনসর করছেন নিমার আলী।