নিজস্ব প্রতিনিধি :: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জিলু ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে এমন অভিযোগ করেছেন ঐ ইউনিয়নের দশজন বর্তমান মেম্বার।
অভিযোগে উল্লেখ করা হয়েছে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জিলু ক্ষমতার অপব্যবহার করে পরিষদের নিয়মকানুন ভেঙ্গে বিনা মিটিং ও রেজুলেশন ছাড়া টিআর, কাবিটা সরকারী প্রকল্প নিজের ক্ষমতাবলে নিজের ব্যক্তিগত চাহিদা মতে বিতরন করে থাকেন।
অভিযোগকারী মেম্বারদের নাম মো: আব্দুল কাইয়ুম, সদস্য ১নং ওয়ার্ড, রায়হান আহমদ চৌধুরী, সদস্য ২নং ওয়ার্ড, মো: সাহাদ আহমদ, সদস্য ৩নং ওয়ার্ড, মো: কুতুব উদ্দিন, সদস্য ৫নং ওয়ার্ড, মো: জামাল উদ্দিন, সদস্য ৬নং ওয়ার্ড, মো: কয়েছ আহমদ, সদস্য ৭নং ওয়ার্ড, সুহেল আহমদ চৌধুরী, সদস্য ৮নং ওয়ার্ড, মো: আব্দুল মনাফ, সদস্য ৯নং ওয়ার্ড, নুরজাহান বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ড, আরতি রানী চন্দ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড।
জানাগেছে গত ৮ নভেম্বর (সোমবার) ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেন এবং পি আই ও অফিস বরাবরে অনুলিপি দেন ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের উপরোক্ত সদস্যরা।
এদিকে চেয়ারম্যান আহমদ জিলুকে একাদিক বার ফোন করলেও ফোন রিসিভ হয়নি।