মেহেরপুর জেলা প্রতিনিধি; এম. সোহেল রানাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণ-অনশন করেছে মেহেরপুর জেলা বিএনপি।
শনিবার (২০নভেম্বর-২১ইং) সকাল ৯ টা থেকে শুরু করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এর সভাপতিত্বে, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, সহ সভাপতি ইলিয়াস হোসেন, নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মারুফ আহমেদ বিজন।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।