আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যত, তাই সঠিক পথে চলার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। এমপি রতন আরও বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
শনিবার(২০নভেম্বর-২১ইং) দুপুরে তাহিরপুর বাজারে বাংলাদেশ ছাত্রলীগ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে বিশাল ছাত্র গণ জমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ কথাগুলো বলেন।
শিক্ষা, শান্তি, প্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র গণ জামায়াত অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আশ্রাউল জামান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ দরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি আইরিন আক্তার প্রমুখ।