গাংনীতে ডিবির অভিযানে ৪ জুয়াড়ি আটক
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৪জন জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে স্বপন আলী (২৮), শাজাহানের ছেলে মিনারুল ইসলাম (২৫), নাসির উদ্দীন সরদারের ছেলে বক্তিয়ার আলী (৩৩) ও আব্দুল আলীমের ছেলে বিদ্যুত মিয়া (৩৫)।
বৃহস্পতিবার (১২/০৮/২১ইং) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটিদল বামন্দী হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, বামন্দী এলাকার নিশিপুর গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল, এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৯০টাকা,জুয়া খোলার কার্ড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।