আবারও করোনা আক্রান্ত মাহবুব উল আলম হানিফ
পাঁচ মাসের ব্যবধানে ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রবিবার (০৪ এপ্রিল) তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী তারিক উল আলম টুটুল।
তিনি জানান, ওনার গত ২৮ মার্চ করা রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১১ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন মাহবুব উল আলম হানিফ।