সিলেট প্রতিনিধিঃ
গত ০১/০৪/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৫০ ঘটিকার সময় মোঃ রুমন আহমদ (২৫), পিতা-মোঃ আব্দুল গণি, সাং-খাদিমনগর চা-বাগান (মিত্রিঙ্গা), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর ০১টি লাল রংয়ের গাভী গরু, যাহার মূল্য অনুমান ৫০,০০০/-টাকা একটি সিএনজি অটোরিক্সা করে ০৪জন লোক চুরি করিয়া যাওয়ার সময় অত্র থানাধীন কালাগুল চা-বাগান এলাকার স্থানীয় লোকজন আসামি ১। আনু মিয়া (২১), পিতা-সুরুজ মিয়া, মাতা-মিনারা বেগম, সাং-কান্দিপাড়া, ডাক-সাহেবের বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, সহ ০১টি গাভী গরু আটক করিয়া কালাগুল পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন এবং অন্যান্য আরো ০৩ জন চোর দৌড়াইয়া পালাইয়া যায়। কালাগুল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ আব্দুল আজিজ ১নং আসামী, গরু ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা নিজ হেফাজতে গ্রহণ পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করে। পরবর্তীতে গরুর মালিক মোঃ রুমন থানা উপস্থিত হইয়া ০৪জন আসামীর বিরুদ্ধে ঘটনার বিষয়ে এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-০৪, তাং-০২/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ আব্দুল আজিজ অভিযান পরিচালনা করিয়া অদ্য ০২/০৪/২০২১খ্রিঃ ভোররাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় অত্র থানাধীন এয়ারপোর্ট গেইট সংলগ্ন এলাকা হইতে সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় ২নং আসামী মোঃ ইমরান আহমেদ (২৫), পিতা-শফিকুর, সাং-বড়শালা (এয়ারপোর্ট গেইট), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।