হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে দর নাই টমেটোর। অন্যান্য বছরের তুলনায় এবছর একেবারেই সস্তা হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে পারেন চাষিরা।
মঙ্গলবার (২ মার্চ) উপজেলা সদর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি ৩ কেজী টমেটোর দাম ৫ টাকা। অন্যান্য বাজারও সস্তা দামে বিক্রি হচ্ছে টমেটো।
চাষিরা জানান, এবছর উপজেলায় প্রয়োজনের তুলনায় ৩গুণ বেশী চাষ হয়েছে টমেটোর। যার ফলে দর নেমে গেছে। যদি জেলার বাইরে পাঠানো যায় তবে কিছুটা দর পাওয়া যেতে পারে।