মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ গতকালের মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনে ০৭ নং ওয়ার্ডে সহযোদ্ধা হিসেবে ২বারের নির্বাচিত কমিশনার আহিজল মুন্সির সাথে ভোট যুদ্ধে বহু ব্যাবধানে বিজয়ী হন পিন্টু সাহা। তিনি গত পৌর নির্বাচনে একজন প্রার্থী হিসেবে অংশগ্রহন করেন। অল্প ভোটের ব্যাবধানে হেরে যান। কিন্তু পুনরায় নির্বাচন করার জন্য তিনি ৫টি বছর নিরলস চেষ্টা করেছেন৷ যার ফলশ্রুতিতে এবারের নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আহিজল মুন্সির সাথে যুদ্ধে নামেন৷ আর সেই যুদ্ধে তিনি এবার অনেক ভোটের ব্যাবধানে কমিশনার হিসেবে নির্বাচিত হয়ে জনমনে আনন্দের ঢেউ ফেলেন। এদিকে পিন্টু সাহার বিজয়ে আনন্দিত সবচাইতে বেশী উত্তর নলুয়ার সর্বস্তরের জনগণ। কারন সবসময় দক্ষিণ নলুয়ার প্রার্থী নির্বাচিত হতো আর তাদের অবহেলা সহ্য করতে হতো এই অংশের মানুষদের। দির্ঘ ১০ বৎসর আহিজল মুন্সিকে উত্তর নলুয়া কোন উন্নয়ন মুলক কাজ করতে দেখা যায়নি। তিনি সবসময় বলতেন, বি.এন.পি দল করার কারনে কাজ পাননা। এমন কথা বলেই ক্ষমতায় থাকেন জনগনের ভোটে পাস করে ১০ টি বছর (২বার)! কিন্তু পিন্টু সাহা বিজয়ী হওয়ার আগে এবং বিজয়ী হয়েও বলেন, আমি সকলের জন্য সমান। আমি আমার পুরো ওয়ার্ডের উন্নয়ন করবো। তিনি মাদক মুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার দৃঢ় অঙ্গিকার গ্রহন করেন।