মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ) চাঁদপুর প্রতিনিধিঃ- আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারাবিশ্বে আজ পালিত হচ্ছে এই মাতৃভাষা দিবসটি। যা আমাদের বাঙ্গালী জাতির ও বাংলা ভাষার এক অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ও বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবার সম্মান। আমরাই একমাত্র জাতি রক্তের বিনিময়ে অর্জন করেছি আমাদের মুখের ভাষা। যা পৃথিবীর বুকে অন্য কোন জাতির নজীর নেই৷ ১৯৫২ সালের আজকের এ-ই দিনে পাকিস্তানি অত্যাচারি শাসকদের কাছ থেকে রাজপথে তাজা রক্ত দিয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শহীদ হওয়ার বিনিময়ে অর্জন করি আমাদের বাংলাভাষা। আজকের এ-ই দিনে আমাদের ভাষা রক্ষার জন্য রাজপথে হাজারো মানুষের মিছিলে নামে হাতে নানা প্লেকার্ড নিয়ে। পাকিস্তানি শাসকগোষ্ঠী মিছিল বানচাল করতে নির্বিচারে গুলি বর্ষন করলে মিছিলে শহীদ হন, সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউর সহ নাম না জানা অনেকে। তাদের স্মরনে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়। অনেক তাৎপর্যপূর্ণ ভাবে পালিত হয় এই ভাষা শহীদ দিবস।
আজ ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের পক্ষ থেকেও নিজ প্রতিষ্ঠানের শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্প অর্পন করা হয়। পুষ্প অর্পন করার সময় উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সকল শিক্ষকবৃন্দ। গভীর শ্রদ্ধার সাথে বিভাগীয় প্রধান মোঃ রফিকউল্লাহ স্যারের নেতৃত্বে পুষ্প অর্পনের কাজ সম্পন্ন হয়।