বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে ।
জানা যায়, দোকানের সামনে পানি ফেলাকে কেন্দ্র করে এলাকার পুটিমারি ব্রীজের পাশে এমন জখমের মত একটি ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ।
এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার রাধাবল্লভ গ্রামের মোঃ ইকরাম শেখ – পিতাঃ মৃত আঃ খালেক, মহসিন শেখ – পিতাঃ আঃ বারেক এবং সুজন শেখ – পিতাঃ ইকরাম শেখ প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়।
অন্য দিকে হামলাকারীরা হলেন উপজেলার একই গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে ইব্রাহীম হাওলাদার ও সবুজ হাওলাদার, উপজেলার বাসাবাটি কেবি এলাকার আবু এর ছেলে নাসির সহ গোবরদিয়া আদর্শ গ্রামের লতিফ – পিতাঃ অজ্ঞাত গং মিলে এ হামলা চালিয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
এমতাবস্থায় আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এবিষয়ে মামলা প্রস্তুতি চলছে।