আবহাওয়া সংবাদঃ শৈত্যপ্রবাহ না থাকলেও নামতে শুরু করেছে তাপমাত্রা। বুধবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে দেশের কিছু অংশ আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বলে।
মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা বেশ কমে গেছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘গত দুদিন তাপমাত্রা প্রায় একই ছিল। আগামীকাল (বুধবার) রাতের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপর আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রার আবারও পরিবর্তন ঘটবে।’