যশোর প্রতিনিধিঃ
র্যাব-৬,(যশোর ক্যাম্পের)একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ২ নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি মেঘনা হোটেলের ২য় তলার ৩ নং রুমে কতিপয় ব্যক্তি মদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছ।এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২৬ জানুয়ারী ২০২১ খ্রিঃ ১৯.৩০ ঘটিকার সময় উক্ত স্থানে আভিযান পরিচালনা করে মোঃ কামরুল হাসান (৪১), পিতা- মৃত- আঃ হালিম, মাতা- মোসাঃ ছকিনা খাতুন, সাং- যাদবপুর (জহুরপুর ইউপি), থানা- বাঘারপাড়া, জেলা- যশোরকে ১৯৮পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।