হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। অপরদিকে টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৭ জানুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৭ দাঙ্গাবাজকে আটক করে।
জানা যায়, ওই গ্রামের আফতান মিয়ার সাথে আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে টেটাবিদ্ধ মমতাজ মিয়া, আকাশ মিয়া ও হাফিজুলকে সিলেট প্রেরণ করা হয়।
এছাড়া এনামুল, আবু মিয়াসহ অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।