দিনাজপুর প্রতিনিধিঃ দিন শেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হয় দিনাজপুর পৌরসভা নির্বাচন। সারাদিন ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়৷ দিনাজপুর পৌরসভা নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪৪৯৩০ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের রাশেদ পারভেজ নৌকা প্রতিকে পেয়েছেন ২৪২৬২ ভোট।
অবশেষে ধানের শীষ প্রতীক নিয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর থেকেই নানা শ্রেণির মানুষ এবং বিএনপির নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় জেলরোডে অবস্থিত বিএনপির পার্টি অফিসে দিনাজপুর বাসীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।