সাতক্ষিরা প্রতিনিধিঃ
র্যাব-৬,(সিপিসি-১) সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।এরুপ সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৩ জানুয়ারি ২০২১খ্রিঃ আনুমানিক ১৩.১৫ ঘটিকায় কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ ফয়সাল হোসেন @খোকা (২৩), পিতাঃ মোঃ কাওছার আলী কারিকর, মাতাঃ মোসাঃ আঞ্জুয়ারা বেগম, সাং-কাঠুনিয়া, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরাকে ১১৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু প্রক্রিয়াধীন।