সিলেট :: সিলেট মহানগর আওয়ামীলীগের নবঘোষিত পুর্ণাঙ্গ কমিটিতে এডভোকেট ছালেহ আহমদ সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেটের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর।
শনিবার (৯ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নবঘোষিত সাংগঠনিক সম্পাদক এড. ছালেহ আহমদ সেলিম এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় হাফিজুল ইসলাম লস্কর বলেন, ‘নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট মহানগর আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এবং দিন দিন দলের সুনাম বৃদ্ধি পাবে। নতুন নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের সোনার বাংলা গঠন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান হাফিজুল ইসলাম লস্কর।