হবিগন্জ প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘর নির্মাণকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়ে।
বৈঠকে দুই বাহিনীর মধ্যে আলোচনায় সমঝতা হওয়ায় উত্তেজনা কমেছে সীমান্তে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত ত্রিপুরা রাজ্যের মোহনপুর বাজারে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সরকারি দল বিজেপি’র একটি টিন সেটের অফিস ঘর ছিল। বিষয়টি নিয়ে বিজিবি তেমন কোন প্রতিবাদ না করলেও সম্প্রতি ঘরটি পাকাকরণ কাজ শুরু করে দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ঘর নির্মাণে বাঁধা দেয় বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পরে দুই দেশের সীমান্ত রক্ষিদের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহবান করেছেন।
শুক্রবার সকাল ১১টায় থেকে দুপুর পর্যন্ত বিজিবি-বিএসএফর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন ধর্মঘর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. আবু বখর। বৈঠকে সেদ্ধান্ত হয় ভারতয়ি জাতীয় পার্টি তাদের অফিস ঘরটি পাকাকরণ করবে না। এই সিদ্ধান্তের পর সীমান্তের উত্তেজনা কমে।
এ ব্যাপারে ধর্মঘর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. আবু বখর বলেন, ‘বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ১১টায় দুই দেশের সীমান্ত রক্ষির মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। দীর্ঘ সময়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, তারা ঘরটিকে পাকাকরণ করবে না। তবে বিষয়টি নিয়ে আমরা খড়া নজরধারী রেখেছি যেন কথা ভঙ্গ না করতে পারে।’