-এম. সোহেল রানা;মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা কালাচাঁদপুরে ৬৫দিন পর মালেশিয়া প্রবাসী নাজমুলের লাশ দেশে ফিরেছে; আপন মাতৃভূমিতে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর-২০ইং) মধ্য রাত ৩টার সময় প্রবাসী নাজমুলের কফিন মালেশিয়া থেকে বাংলাদেশ এয়ারপোর্টে পৌছালে সকাল ৮টার সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নাজমুলের কফিন গ্রহন করেছে পরিবারের প্রতিনিধিরা। বিকাল ৩.৪০মিনিটের সময় দেশের বাড়িতে নাজমুলের লাশ পৌঁছে গেছে।
পরিবার সূত্রে জানাযায়- মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর নিবাসী আইনদ্দিন এর ছেলে প্রবাসী নাজমুল হোসেন (২৮) বছর বয়সে প্রবাসকালে মালেশিয়াতে
গত (১১আগস্ট-২০ইং) মঙ্গলবার আনুমানিক রাত ৩ঃ২০ (মালেশিয়া) এবং রাত ১ঃ২০ (বাংলাদেশ) ঘটিকার সময় স্ট্রোক করেছিলো। আপনজন, আত্মীয়-স্বজন, বহু গুনগ্রাহী রেখে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে না ফিরার দেশে পাড়ি দিয়ে চলে গেছে-
[(ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রজি’ঊন। আল্লা-হুম্মা আজিরনী ফী মুসীবাতী ওয়াআখ্লিফলী খইরম্ মিনহা)]।
প্রবাসী মরহুম নাজমুলের লাশ দেশের বাড়ি আসার পর বাদ আসর জানাযা নামাজ ও মেহেরপুর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
“প্রিয় কালাচাঁদপুর” (একটি ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠণ), কালাচাঁদপুর-মেহেরপুর। ফেসবুক গ্রুপ পরিবারের পক্ষ থেকে- “আমরা শোকাহত”
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রেখে যাওয়া পরিবারের সকল সদস্য বর্গের প্রতি সমবেদনা ও সদস্যদের যেন সৃষ্টিকর্তা ধর্য্যধারণ করার তৌফিক দান করেন।