কবি সিরাজুল ইসলাম মুন্টু
ভালোবাসা যার মুখের কথা
মনের কথা নয়,
তার সাথে কি কোন দিনও
ভালোবাসা নয়।
দেয়না দেখা কয়না কথা
নেয়না যে জন খবর,
জেনে রেখো সে জন দিবে
তোমার প্রেমের কবর।
ভালোবাসলে সবাই কি গো
মনের মানুষ হয়।
কাছে আসতে চায়না যে জন
করে কেবল ছল
দেখে নিও সে সারাজীবন
ঝরাবে চোখের জল।
মনের কথা বলেনা যে জন
তারেই বেশী ভয়।
মনের দামে দিবেনা যে
তার নিজের মন,
তার জন্য কাঁদতে হবে
সারাটা জীবন।
ভালোবাসা সবার জন্য
ভালো জিনিস নয়।
[নওগাঁ]