কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাজিয়া আফরিন দেবহাটা উপজেলায় যোগদানের পর তার নিজের কর্ম দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক সরকারের উন্নয়ন ও সেবাধর্মীমুলক কাজের পাশাপাশি চলমান করোনা পরিস্থিতিতে স্থাপন করেছেন মানবতার এক অন্যন্য নজির। করোনাকালে মানবিক দায়িত্ব পালন করে তিনি উপজেলার সকল মহলে ব্যাপক সুনাম ও প্রশংসাও কুড়িয়েছেন। স্থান করে নিয়েছেন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মনে।
সম্প্রতি উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের সময় গভীর রাত পর্যন্ত উপজেলার আশংকায় থাকা এলাকাগুলোর মানুষদের নিরাপদ আশ্রয়ে পাঠাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে সর্বত্র ঘুরে বেড়িয়েছেন। এরপর আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারী সহায়তা দিতে অগ্রণী ভুমিকা রেখেছেন তিনি। ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত নেমে যাওয়ার সাথে সাথে হিসাব নির্ণয় করে পাঠিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ে। ওই সময়ে সরকারী বরাদ্দ দেয়া চাল, ডেউটিন ও নগদ টাকা দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সুষম বন্টন করেছেন।
করোনা পরিস্থিতিতে দেবহাটায় আক্রান্তদের হাসপাতালে পাঠানো, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, মোবাইলে অসহায় কর্মহীন মানুষের ফোন পেয়ে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ নানা ধরণের মানবিক কাজ করেছেন তিনি। দেশে করোনা প্রার্দুভাব শুরু থেকে তিনি উপজেলার মানুষকে ঘরে থাকতে বারবার অনুরোধ করে যাচ্ছিলেন, প্রতিদিন উপজেলার বাজার-হাটসহ সমস্ত এলাকায় ছুটে বেরিয়েছেন। সরকারী নির্দেশনা ভঙ্গ করার কারণে চালিয়েছেন একের পর এক ভ্রাম্যমাণ আদালতও।
করোনাকালে ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বেশী নিতে না পারেন সেজন্য তিনি উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন। শুধু তাই নয়, তিনি করোনায় আক্রান্ত ওসুস্থ্যদের উপযোগী বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
এছাড়াও তিনি বাল্য বিয়ে ও যৌতুক প্রথা বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি উদ্বার এবং মাদক নির্মূলে একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও সাজিয়া আফরিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমি মানুষের জন্য কাজ করে যাবো। প্রধানমন্ত্রীর প্রতিটি উদ্যোগ সফল করতে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাবো। এতে যত বাধাই আসুক পিছপা হবো না। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে সহযোগীতা করার জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার
দেবহাটা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম, বলেন সরকারী নির্দেশনা বাস্তবায়নে তিনি সব সময় সক্রিয় আছেন। সারা বাংলাদেশে প্রজাতন্ত্রের এমন কর্মকর্তা মাঠ পর্যায়ে থাকলে সরকারী সকল নির্দেশনা সঠিকভাবে দ্রুত বাস্তবায়ন হবে বলে মনে করেন সবাই ।
এছাড়াও দেবহাটা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ধন্যবাদ জানিয়েছেন ইউএনও সাজিয়া আফরিন কে।
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, কোষাধক্ষ্য কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফসহ প্রেসক্লাবের সবাই বলেন, তিনি তার কর্মকান্ড ও পরামর্শের মধ্যদিয়ে স্থানীয় সংবাদকর্মীদেরকে নানাভাবে সহায়তা প্রদাণ করেছেন।