পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক টর্নেডোতে ৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছ। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাদরাসাসহ ১৩টি বসতঘর। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল শেষ বিকালে বালিয়াতলি ইউপির বৌদ্ধপাড়া গ্রামে আকস্মিক এ টর্নেডো আঘাত হানে।
বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, শেষ বিকালে হঠাৎ দমকা হওয়ায় এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং গাছ পালা ভেঙে সড়কে পড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে তিনিসহ ইউপি সদস্য উপস্থিত হয়ে এসব গাছপালা অপসারণ করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, টর্নেডোর খবর শুনে ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।