ডেস্ক :: নিবন্ধনের জন্য সরকার ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নির্বাচিত করেছে। ৩০ জুলাই রাতে নিউজ পোর্টালগুলোর তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ পোর্টালগুলোকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
নিবন্ধনের জন্য নির্বাচিত নিউজ পোর্টালগুলোর মধ্যে রয়েছে- সংবাদপ্রতিদিন২৪ ডটকম, টাইমবাংলানিউজ ডটকম, বিডি২৪লাইভ ডটকম, ইউনাইটেডনিউজ২৪ ডটকম, নিরাপদনিউজ ডটকম, ইপি-বিডিডটকম, একুশেসংবাদ ডটকম, দ্যমেইলবিডিডটকম, ইউ৭১নিউজ ডটকম, কারেন্টনিউজডটকমডটবিডি, লেটেস্টনিউজবিডি ডটকম, সময়েরচিন্তা ডটকম, বার্তা৭১ডটকম, দ্যরিপোর্ট২৪ ডটকম, ডেইলিভোরেরপাতা ডটকম, নিউজজার্নাল২৪ ডটকম, আওয়ারনিউজবিডি ডটকম, ওমেনআই২৪ ডটকম, গ্রিনওয়াচবিডি ডটকম, সিএননিউজভয়েস ডটকম, ছবিনিউজ২৪ ডটকম, আওয়ারনিউজ২৪ ডটকম।
এছাড়া বাংলাট্রিবিউন ডটকম, বিডিলাইভ২৪ ডটকম, বাংলাদেশ২৪অনলাইন ডটকম, দ্যফিন্যান্সিয়ালএক্সপ্রেস-বিডিডটকম, উত্তরাবার্তা ডটকম, যুগবার্তা ডটকম, হটনিউজ২৪বিডি ডটকম, ভোরেরকাগজ ডটনেট, শীর্ষনিউজ ডটকম, দিনেরশেষে ডটকম, সমকাল ডটকম, বার্তাবাজার ডটকম, ঢাকাটাইমস ডটকম ডটবিডি, রাইজিংবিডি ডটকম, বর্তমানখবর ডটকম, ঢাকাডিপ্লোম্যাট ডটকম, বিডিমর্নিংডটকম, বিবার্তা২৪ ডটকম, জুমবাংলা ডটকম, ঢাকাট্রিবিউন ডটকম ও বণিকবার্তাডটকম নিবন্ধনের জন্য নির্বাচিত হয়েছে।
তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যে সমস্ত অনলাইন নিউজ পোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাসমূহের অনাপত্তি পাওয়া গেছে, শুধুমাত্র সেইগুলির তালিকা প্রকাশ করা হলো এবং তাদেরকে প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি দেয়া হলো।
অন্যান্য অনলাইন নিউজ পোর্টালের ব্যাপারে অনাপত্তি প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথে সেইগুলোকে নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। তাই এই বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই। অনাপত্তি প্রাপ্ত নিউজপোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।