সিলেট: নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে এবারের ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারী জানিয়েছেন, করোনার জন্য বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং সরকারি নির্দেশনা মেনে মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ না করতে। এছাড়া শিশু ও বৃদ্ধদের মসজিদে না আসতে এবং দূরত্ব বজায় রেখে নামাজের কাতারে দাঁড়াতে অনুরোধ করা হয়।