সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া উত্তরণ সাহিত্য পরিষদের উপদেষ্টা শাহজাহান কিবরিয়া সাজুর পিতা হাজী আবদুল মতিন ইন্তেকাল হইয়াছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তিনি শনিবার (২৫ জুলাই) রাত ৮ টা ২০ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশা ত্যাগ করেন।
রোববার (২৬ জুলাই) দুপুর ২ টার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে উপজেলার ঘিলাছড়া মোকামবাজার শাহী ঈদগাহ মাঠে ।
এদিকে উপদেষ্টা শাহজাহান কিবরিয়া সাজুর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘিলাছড়া উত্তরণ সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য ও কার্যকরী কমিটির সদস্য বৃন্দ সহ অন্যান্য সদস্যরা।
তারা এক শোক বার্তায় বলেন আমরা পরিষদের উপদেষ্টা শাহজাহান কিবরিয়া সাজুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।