গত ২৩ জুলাই মোগলাবাজার থানাধীন সোনাপুর সাকিনে পূর্ব বিরোধের জের ধরিয়া মো: রাহিদ মিয়া(২৫) পিতা: ফজলু মিয়া, সাং সোনাপুর, থানা: মোগলাবাজার, জেলা: সিলেটকে মার্বেল খেলা হইতে প্রতিপক্ষের লোকজন উঠাইয়া পার্শ্ববর্তী স্থানে নিয়া এলোপাথারিভাবে মারপিট করিয়া ও কোপাইয়া মাথা, হাত, পা, পায়ের গোড়ালিতে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন তাহাকে উদ্ধার করিয়া সিলেটে নেওয়ার জন্য নৌকাযোগে সোনাপুর হইতে নৌকাযোগে কটালপুর যাওয়াকালে নৌকার মধ্যে মো: রাহিদ মিয়া মারা যায়। উক্ত ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করিলে এতদ্সংক্রান্তে মোগলাবাজার থানার মামলা নং ১৩, তাং ২৩/০৭/২০২০খ্রিঃ রুজু করা হয়।
গত ২৪/০৭/২০২০খ্রিঃ জনাব পলাশ রঞ্জন দে, সহকারি পুলিশ কমিশনার, মোগলাবাজার থানা এর সার্বিক দিক নির্দেশনায় মোগলাবাজার থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানাধীন কটালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোগলাবাজার থানার মামলা নং ১৩/১০৩, তাং ২৩/০৭/২০২০খ্রিঃ এর এজাহার নামীয় ১০নং আসামী মো: জাবেদ (৩০) পিতা: তরুজ আলী, সাং সোনাপুর, পোঃ রেঙ্গা হাজীগঞ্জ, থানাঃ মোগলাবাজার, সিলেটকে গ্রেফতার করেন।
ধৃত মোঃ জাবেদ মিয়া কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষেবিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।