এমরান আহমেদ সিলেটঃঃ দক্ষিন সুরমার মোমিনখলাস্থ আব্দুল গফ্ফারের ভাড়া বাসায় খুন হওয়া নিজাম উদ্দিনের হত্যাকারী তারই স্ত্রী গেনি বেগম আটক করেছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো: মোখলেছুর রহমান গেনী বেগমকে ফেঞ্চুগঞ্জ থানাধীন ঘিলাছড়া যুধিষ্টিপুর গ্রামের হাকালুকি হাওড়ের জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা যায়, স্বামী ও দুই সন্তান নিয়ে সুখেই সংসার করছিলেন স্ত্রী গেনী বেগম (৩৫)। তাহাদের বিবাহের বয়স প্রায় ১৮ বছর। গেনী বেগমের নিজ বাড়ী মোগলাবাজার থানাধীণ দাউদপুর হলেও স্বামী-সন্তান নিয়ে থাকতেন দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ আব্দুল গফ্ফারের ভাড়া বাসায়। পারিবারিক কলহের জের ধরে ইং ২২/০৭/২০২০খ্রি: রাতে দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন গেনী বেগম। মাঝ রাতে স্বামী বাসায় ফিরলে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ। একপর্যায়ে গেনী বেগম ঘরে থাকা ধারালো বটি দা দিয়ে স্বামীর ঘাড়ে আঘাত করেন। এরপর স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে মৃত্যু নিশ্চিত করত: স্বামীর মৃত দেহ কাঁথা দিয়ে ডেকে রেখেন। অতপর ঘুমন্ত ০২ সন্তান রাফি (১৫) ও রাহি (১০) দের নিয়ে দরজায় তালা দিয়ে ভোর বেলা বাবার বাড়ী ফেঞ্চুগঞ্জে চলে যায়। ভোরে শিশু সন্তানদের নিয়ে আগমন দেখে ভাইয়েরা জিজ্ঞাস করলে, তিনি তার স্বামীর সহিত সংঘটিত ঝগড়ার ঘটনা বলেন। গেনী বেগমের ভাই এনু মিয়া, ঝগড়ার বিষয়টি নিজাম আহমদ এর বড় ভাই আসলাম আহমদ কে জানায়। তার বোনের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করে। এই প্রেক্ষিতে নিজাম আহমদ এর ভাতিজা তুহিন আহমদ তার চাচা নিজাম আহমদ এর বাসায় এসে দরজা তালা বদ্ধ দেখে বাড়ীওয়ালা সহ আশপাশের লোকজনকে অবগত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সকলের উপস্থিতিতে বাসার দরজা খুলে দেখা যায় নিজাম আহমদ মৃত, তার লাশ কাঁথা দিয়ে ঢাকা। শরীরের আঘাতের চিহ্ন এবং পুরুষাঙ্গ কর্তিত।
তাৎক্ষনিক সংবাদ পেয়ে জনাব সোহেল রেজা-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশবলী প্রদান করেন। পুলিশী ব্যবস্থা হিসেবে লাশের সুরতহাল করত: ময়না তদন্তের ব্যবস্থা করে লাশ আত্মীয় স্বজনের নিকট বুঝিয়ে দেওয়া হয়। আলামত জব্দ করা হয়।
এই ঘটনায় মোগলাবাজার থানার দাউদপুর ইউপির আসলাম আহমদের ছেলে তুহিন আহমদ গেনী বেগমকে আসামী করে দক্ষিন সুরমা থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৯, তারিখ-২৪/০৭/২০২০খ্রি:, ধারা-৩০২ পেনাল কোড রুজু হয় এবং ঘটনাকারী গেনী বেগমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া জ্যোতির্ময় সরকার পিপিএম বলেন নিজাম এর স্ত্রী গেনী বেগমকে আটক করা হয়েছে।