-সিরাজুল ইসলাম মুন্টু
আমার অভিমান আমার অভিযোগ
এক দিন হবে শেষ,
এই পৃথিবী থেমে যাবেনা আমি জানি
চলবে আগের মত বেশ।
আমার জন্য কারো মনে
হবেনা জানি শূন্য,
কোন ফুল ফোটবেনা আর
এই আমার জন্য।
আমি একা চলে যাবো
পাবো আপন দেশ।
আমার কথা মনের অজান্তে
ভাববেনা আর কেউ,
আমার স্মৃতি কারো মনে
তুলবেনা কোন ঢেউ।
কারো মনে থাকবেনা
আমার গানের রেশ।
স্মৃতির কার্নিশে জমবে জানি
শুধু ধূলোবালি,
আমার জন্য কারো জীবন
লাগবেনা খালি খালি।
আমি একা চলে গেলে
আমার সবি হবে শেষ।
[নওগাঁ]