হাফিজুল ইসলাম লস্কর :: মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সফল উদ্যোক্তা ও বিশিষ্ট চিকিৎসক অধ্যক্ষ ফয়জুল ইসলাম নাবাতাতী আর নেই। বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাত ১১-২৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যক্ষ ফয়জুল ইসলাম নাবাতাতী’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সাপ্তাহিক ইউনানী কন্ঠ’র সম্পাদক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ।
এক শোকবার্তায় ইউনানী কন্ঠ বলেন,
অধ্যক্ষ ফয়জুল ইসলাম নাবাতাতী’র মৃত্যুতে ইউনানী চিকিৎসক সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হল। একজন সক্রিয় চিকিৎসক হিসেবে তিনি মানুষের সেবা ও আমৃত্যু ইউনানী চিকিৎসার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।