মেহেরপুর অফিসঃ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিরা হলেন- মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের পরিবারের সদস্য আকাশ, উত্তর শালিকা গ্রামের বাশার, বামনপাড়ার ইউসুফ এবং ফুলবাগান পাড়ার সহিদা খাতুন।
শুক্রবার (১৭ জুলাই-২০২০ইং) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৭টি রেজাল্ট আসে তার মধ্যে ৫টি পজিটিভ।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে জানাযায়-মেহেরপুর জেলার করোনা পরিস্থিতি আপডেট। নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা = ১৭ টি (কুষ্টিয়া মেডিকেল কলেজ) ৫ টি পজিটিভ(সদর)। বাকিগুলো নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা = ২১৭১টি।
এযাবতকালে মোট পজিটিভ কেইস=১২৫(সদর- ৬৯ , গাংনী -৪৩, মুজিবনগর -১৩)। মৃত্যু – ৬ জন।(সদর-২, গাংনী- ৩, মুজিবনগর -১), সুস্থ্য= ৭৬ জন। ৪ জন নতুন( সদর-৩, গাংনী -১) [ সদর-৪৭, গাংনী -২৩, মুজিবনগর -৬] ট্রান্সফার্ড- ১০ জন। (সদর-৬, গাংনী-৪) মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৩৩ (সদর-১৮, গাংনী-৯, মুজিবনগর-৬) জন।