১৭/০৭/২০২০খ্রিঃ বিকাল অনুমান ০৪.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব শিবেন বিশ্বাসের নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ মাহাবুর আলম মন্ডল, এএসআই(নিঃ) ভূলন চন্দ্র দেব, কং/হুমায়ুন কবির, কং/রনি তালুকদার-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন টিলাগড় কল্যানপুর এলাকার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আলা উদ্দিন @ আলাই (৫০), পিতা- মৃত আঃ সাত্তার, মাতা- সুফিয়া বেগম, সাং- টিলাগড় কল্যানপুর, সুফিয়া বেগমের বাড়ী, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককালে উক্ত আসামীর হেফাজত হতে আনুমানিক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায় যে, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং ঘটনাস্থল এলাকার মাদক সেবীদের নিকট খুচরা হিসেবে গাঁজা বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসাায়িকে আসামী করে এসআই(নিঃ)/ মোঃ মাহাবুর আলম মন্ডল শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।