মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩২ বোতল ফেন্সিডিল, ৭৫ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ রোডের শওকত মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া মো. অহিদুল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২০), লবণচরা মুক্তার হোসেন সড়কের ফেরদৌস এর বাড়ীর ভাড়াটিয়া ইউনুছ আকনের ছেলে মো. সবুজ আকন (৩০) ও মৃত. শরিফুল ইসলামের ছেলে বেলাল হোসেন (২২), মুজগুন্নী আবাসিক এলাকার নেছারিয়া মাদ্রাসার পাশে ইমরানের বাড়ীর মৃত. মন্টু হাওলাদারের ছেলে মো. মিলন হাওলাদার (৩৭), মুজগুন্নী মোল্লাপাড়া মাসুদ রানার বাড়ীর আজহার উদ্দিনের ছেলে মোঃ আব্দুল্লাহ হুসাইন (৪২), দৌলতপুর আঞ্জুমান রোড আমতলার মোড়ের কামাল শেখের ছেলে আলম শেখ (৪০), নতুন বাজার চরের রাঙ্গা মিয়ার গলির লতিফ শেখ এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. সুরত খাঁর ছেলে মো. নজরুল ইসলাম খাঁ ওরফে কাশেম (৩৭), খালিশপুর নয়াবাটি মুন্সিবাড়ী খালেকের বাড়ীর ভাড়াটিয়া মো. সোহরাব মল্লিকের ছেলে মো. সুমন মল্লিক ওরফে সুমন (২৯), গোবরচাকা ফজলুল এর বাড়ীর ভাড়াটিয়া মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. মাসুদ রানা হাওলাদার (১৯), দিঘলিয়া চন্দনী মহল দত্তপাড়ার আকবর আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৬) ও যশোর জেলার মঠবাড়ী পূর্বপাড়ার মৃত. আঃ সাত্তার মল্লিকের ছেলে মো. শওকত (৪৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৩২ বোতল ফেন্সিডিল, ৭৫ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।