করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। যুক্তিতর্ক শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠান আদালত। সাবরিনার রিমান্ড চলাকালেই গত ১৫ জুলাই কারাগারে থাকা তার স্বামী আরিফুলকে চারদিনের রিমান্ডে পাঠানো হয়। ইতোমধ্যে জেকেজির অপকর্ম সম্পর্কে তাদের দু’জনকে রিমান্ডে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদও করা হয়।