পাকিস্তানের সাথে যৌথভাবে উৎপাদিত জেএফ-১৭ জঙ্গিবিমানের উৎপাদন বাড়িয়েছে চীন। ২০২০ সালের প্রথমার্ধে যতগুলো বিমান সরবরাহ করা হয়েছে, তা গত ৫ বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
পাকিস্তান বিমান বাহিনী হলো জেএফ-১৭ বিমানের প্রধান অপারেটর। মিয়ানমারও চীন-পাকিস্তানের নির্মিত এসব বিমান ব্যবহার করে।
চীন-পাকস্তান যৌথ নির্মিত জঙ্গিবিমানের প্রধান ডিজাইনার ইয়াং ওয়ে ২০১৯ সালের মার্চে বলেছিলেন, এই বিমানের নতুন সংস্করণ জেএফ-১৭ ব্লক৩-এর উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আধুনিকায়নের ফলে বিমানটি তথ্যভিত্তিক যুদ্ধে আরো ভালো করবে। এছাড়া এর অস্ত্রও হালনাগাদ করা হয়েছে।
আরো কয়েকটি দেশ জেএফ-১৭ ব্লক ৩-এর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে ইয়ং জানান।