কেএমপি খানজাহান আলী থানা পুলিশ রবিবার বিকাল সাড়ে ৫ টায় নগরির আটরা আফিলগেট , শেখপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেন শেখ এর পুত্র মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৩), কে ২৫ গ্রাম গাজাসহ আটক করে ।
আটককৃত ব্যক্তি আটরা শেখপাড়া (বখতিয়ার শেখ এর বাড়ীর ভাড়াটিয়া), । এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নং-০৭ তাং-১২-০৭-২০ ইং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে মাদক এর সাথে জড়িত সকলকে সল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে । এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ।