মোঃ মহিউদ্দিন :
অ্যালোভেরা অতি পরিচিত ঔষধি উদ্ভিদ, একে আমাদের দেশে বলে ঘৃতকুমারী, যা ভেষজ ঔষধি হিসেবে খুবই উপকারী। অ্যালোভেরায় অ্যান্টি-মাইক্রোবিয়াল এন্টিফাঙ্গাল উপাদান সমৃদ্ধ, অ্যালোভেরা গাছ লম্বা হয় ষাট থেকে একশত সেন্টিমিটার পর্যন্ত। অ্যালোভেরা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, নিয়মিত জুস পানে দেহের ক্ষতিকর টক্সিন দূর করে। শরীর সুস্থ রাখতে সাহায্য করে এটি নিয়মিত ব্যবহারে খুশকি দূর হয়, চুল মজবুত করে চুল উঠার নেই ভয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অ্যালোভেরার জুস খেতে পারেন, চুলের সৌন্দর্য বৃদ্ধিতে মাথায় অ্যালোভেরার জেল দিতে পারেন।
অ্যালোভেরায় রয়েছে প্রায় বিশ রকমের অ্যামিনো এসিড, যা হজম বুক জ্বালাপোড়া দূর করে ভালো রাখে হার্ট। অ্যালোভেরা অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালনের গতি ঠিক করে, ক্লান্তি দূর করে। জয়েন্টের ব্যথার স্থানে জেল মাখিয়ে দিলে ব্যথা কমে যায়, অ্যালোভেরার জুসে ইনফ্লামেটরি উপাদান রয়। ত্বকে অ্যালোভেরা ধন্বন্তরি কাজ করে, নিয়মিত ব্যবহারে সৌন্দর্য বৃদ্ধি করে। অ্যালোভেরার পেস্ট দিয়ে দাঁত মাজলে মুখের সমস্যা দূর হয়, পুঁজপড়া, রক্ত পড়া,যদি দাঁতের গোড়া ফুলে যায়। অ্যালোভেরার সঠিক ব্যবহার জানতে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের পরামর্শ নিন, ভেষজ পরামর্শ ও ভেষজ গ্রহণে সুস্থ থাকুন।
.
লেখক,
মোঃ মহিউদ্দিন
প্রভাষক . ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ।