হলিবিডি প্রতিনিধিঃঃ
চট্টগ্রামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির ‘মাস্টার কি’ (বিশেষ চাবি) জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিনভর নগরের বিভিন্ন এলাকা ও মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দলনেতা মেহেদী হাসান হৃদয়, সমীর কান্তি বনিক, মিজানুর রহমান সম্রাট, বেলায়েত হোসেন বাদশা ওরফে বেলাল, অনিক দেবনাথ, রেজাউল করিম বাচ্চু ও মো. আসাদুজ্জামান।
‘বিশেষ চাবিতে’ মোটরসাইকেল চুরি, জাল কাগজে বিক্রি
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের জুবিলী রোড এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মেহেদী হাসান হৃদয় ও সমীর কান্তি বনিককে গ্রেফতার করা হয়। পরে নগরের আকবরশাহ সলিমপুর এলাকা থেকে একই চক্রের আরও দুই সদস্য মিজানুর রহমান সম্রাট ও বেলায়েত হোসেন বাদশাকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল বিক্রেতা আসাদুজ্জামান, রেজাউল করিম বাচ্চু ও অনিক দেবনাথকে গ্রেফতার করে টিম কোতোয়ালী।’
তিনি বলেন, ‘আসামিরা বিশেষ চাবি (মাস্টার কি) ব্যবহার করে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চুরির ক্ষেত্রে তারা অনেক সময় গাড়িতে লাগানো তালা বিশেষ কৌশলে ভেঙে ফেলে। চক্রের সদস্যরা শহর এলাকা থেকে চুরি করে গ্রামে চোরাই মোটরসাইকেলগুলো বিক্রি করে। অনেক সময় জাল কাগজ তৈরি করে পুরাতন মোটরসাইকেল বলে মানুষের কাছে বিক্রি করে। যিনি কেনেন তিনি চোরাই মোটরসাইকেল কি না এটাও জানতে পারেন না।”