বহে কুশিয়ারা,বহে না কূড়ানদী। অকাল বন্যার করালগ্রাসে যুগের পর যুগ কত পাকা ধান,কাঁচা, আধা কাঁচা ধানের সলীল সমাধি দেখেছে এ অঞ্চলের হাওরবাসী তা কত ‘মন’? কত টন? আর টাকার অংকে কত ? সে কথা না হয় না বলা ই থাক, যে ক্ষতি সীমাহীন তার আবার হিসেব কিসের? আজ যা বলতে চাই…..
“উন্নয়নের মহাসড়কে বড় বড় ব্রীজ,খালভার্ট,হাইওয়ে, রাস্তা,ফ্লাইওভারের ভীড়ে উন্নয়নের পানিপথে বানভাসি হাওর অঞ্চলের কৃষক সমাজের কথা”।
যে জাতি,প্রতিবছর ধান পানিতে তলিয়ে যাওয়াকে.. নিয়তি মনে করে শতাব্দী পার করে দিয়েছে তার কাছে এর থেকে” উত্তরণের উপায়ের গল্প” নিছকই এক আরব্য উপন্যাস” খোশ গল্পের ভাঁড়ামি। জুড়ী,কুশিয়ারা, কূড়া নদী সহ আশেপাশের খাল, বিল,নালা গুলো ভরাট হয়ে গেছে প্রাকৃতিক পরিবর্তনের পরিক্রমায়…!! আমরা যখন বড় বড় বিদ্যুৎ প্লান্টের কথা ভাবি,সু-উচ্চ দালান, পাকা রাস্তা বিনিমার্ণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজাই..তখনও কি একটি বারের জন্য হাওরাঞ্চলের কৃষকের গুমরে কাঁদার আওয়াজটুকু শুনতে পাই..!
আমরা কৃষকের ধান কাঁটার সময় পাশে দাড়িয়ে সেলফি তুলি, অথচঃ পানিতে ডুবা পঁচা ধানের গন্ধের সাথে ঘর্মাক্ত নোনা জলের শরীরের পাশে দাঁড়াই না।
অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি ঝুলে আছে ৩৪ বছর..!!
নদীর সাথে আমাদের নাড়ীর সম্পর্ক,আর নদীর পানির বাড়া ও কমার সাথে আমাদের জীবন মান প্রবাহিত হয়। আর এর আচ এ দেশের শাসকদের খুব কমই ভাবায়।
সামান্য বৃষ্টি হলে উঠোনের পানিতেই বিল ভরে যায়। উজানের ঢলে হাওরের সবুজ মাঠ মুহুর্তেই সাদা সমুদ্র।
আমাদের উন্নয়নের মুল চাবি যাদের হাতে,যাদের সোনা ফলা ক্ষেতে,বাঙ্গালীর হাসি আনন্দ, অথচঃ তাদের জন্য আমাদের কী পরিকল্পনা? কী করনীয়? কি করছি?
আসুন উত্তরণের উপায় খুঁজি…!! বন্যা হলে চিনি,চিড়া গুড়, মুড়ি,না ছিটিয়ে হাওর এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহন করি, অকাল বন্যা নিয়ন্ত্রণে এ অঞ্চলের জন্য মাষ্টার প্লান তৈরী করি। নদী শাসন, নদী খনন, খাল, নদী অবমুক্তকরন,ড্রেজিং এর মাধ্যমে পানির প্রবাহ ধরে রাখি,ছোট খাটো বাঁধ নির্মাণ করি। ছোট্ট ক্যানেল ও নদীতে ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা তৈরী করি। নদী ভাঙ্গন রোধে নদীর গভীরতা বাড়াই। সমীক্ষার মোড়কে ফাইল আটকে না রেখে এখনই নদী খননের পরিকল্পনা গ্রহন করি। উন্নয়নের নদীপথে রচিত হোক উন্নয়নের নতুন ইতিহাস। এ এলাকার জনপ্রতিনিধি (এম,পি মহোদয়) হবেন অন্য এলাকার রোল মডেল।। হাওর বেষ্টিত, নদী বিধৌত, অকাল বন্যা কবলিত অঞ্চলে কৃষকের উন্নয়ন দৃশ্যমান হলে ছুয়ে যাবেন কাঙ্ক্ষিত উন্নয়নের মাইলফলক।।
লেখক সুপ্রিয় সুপ্রকাশ
সম্পাদনায় এমরান আহমেদ