মেহেরপুর অফিসঃ
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়- ২৭জুন-২০ইং, রাত ৯ : ৩০ ঘটিকায়
নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা = ৫৪টি (কুষ্টিয়া মেডিকেল কলেজ)
১২টি পজিটিভ। (মেহেরপুর সদর ৬ [১ জন ফলোয়াপ ], গাংনী উপজেলা -৬) বাকিগুলো নেগেটিভ।
এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা = ১৭৫১টি।
এযাবতকালে মোট পজিটিভ কেইস= ৭২ (সদর- ৩৬, গাংনী -৩০, মুজিবনগর -৬)
মৃত্যু – ৫ জন। (সদর-২, গাংনী- ২, মুজিবনগর -১)
সুস্থ্য= ২৩ জন। ( সদর-১১, গাংনী -১০, মুজিবনগর -২)
ট্রান্সফার্ড- ৫ জন।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৩৯ জন।
সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ধন্যবাদ।