এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের বৃহত্তর কটাল পুর এলাকার মহিদ পুর গ্রামের বাসিন্দা, গুরুতর অসুস্থ অসহায় রফিক উদ্দিনের পাশে দাড়িয়েছে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ।
সম্পুর্ন অরাজনৈতিক ও অলাভজনক এই অরগানাইজেশান মানবতার কল্যানে কাজ করার মহান ব্রত নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) গ্রুপের পাঠানো নগদ পাচ হাজার টাকা তাদের পক্ষে অসুস্থ রফিক উদ্দিনের কাছে পৌছে দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি হারুন মিয়া আন্তর্জাতিক অনলাইন গ্রুপের দেশীয় কোষাধ্যক্ষ সমন্বয়ক আব্দুর রব ,নজরুল ইসলাম মাহবুব,আবু বকর,মাওলানা আলী হোসেন সহ অন্যান্যরা।
উল্লেখ্য বিগত ২০১৮ইং সনে একই এলাকার বাসিন্দা মোঃ ইকবাল আহমদ লিমন সামাজিক যোগাযোগ ফেইসবুকে এই প্রতিবন্দী রফিক উদ্দিনকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন তখন তিনি উল্লেখ করেছিলেন অল্প বয়েসে টাইফয়েডে রোগে দুই পা হারানো এই জীবনযুদ্ধা হাতের উপর ভর করে চলাফেরা করেন এবং প্রত্যেকদিন তিনি প্রায় ৩ কিলমিটার রাস্তা যাতায়াত করে স্থানীয় বাজারে ম্যাকানিকের কাজ করে সংসার চালান। তখন তার চলাফেরা র জন্য একটি হুইলচেয়ার এর ব্যবস্থা সহ আর্থিক সাপোর্ট করতে এগিয়ে এসেছিলেন দেশেবিদেশে অবস্থানরত স্বহৃদয়বান ব্যক্তিরা। তখনও তিনি কর্ম করে সংসার চালাতেন বর্তমানে কঠিন রূগে আক্রান্ত হয়ে কর্মহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। এমতাবস্থায় দেশেবিদেশে অবস্থানরত সকল বিত্তবান স্বহৃদয় ব্যক্তিদের সাহায্য চেয়েছেন।