সিলেট :: সিলেটের বরেণ্য আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ও প্রখ্যাত ইসলামী চিন্তাবীদ আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হলিবিডি টুয়েন্টিফোর ডটকম পরিবার।
বৃহস্পতিবার এক শোক বার্তায় হলিবিডি টুয়েন্টিফোর ডটকম পরিবার সদস্যরা বলেন, আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ছিলেন সিলেটবাসীর একজন অভিভাবকতুল্য আলেম। তাহার মৃত্যুতে সিলেটবাসী হারালো একজন অভিভাবক আর ধর্মপ্রান মানুষ হারালো একজন সত্যিকারের দ্বীনের দায়ীকে। আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী (রহ.) আজীবন দ্বীন ইসলামের সুমহান খেদমতে কুরআন ও সুন্নাহের প্রসারে অগ্রনী ভুমিকা পালন করেছেন। মহান এই আলেমের মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। প্রবীন এই আলেমের মৃত্যুতে হলিবিডি টুয়েন্টিফোর ডটকম পরিবার
গভীরভাবে শোকহাত। আমরা মরহুমের মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা দ্বীনের এ খাদিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন (আমীন)।