স্টাফ রিপোর্ট:: মোগলা বাজার ইউনিয়নের নেগাল গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ (২৩জুন) সকালে ঘটে যাওয়া রক্তক্ষয়ী এই সংঘর্ষে উভয় পক্ষের ১৫-২০জন আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চেরাগ আলী নামের একজন মারা গেছেন বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় আরো বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন।
এব্যপারে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিবাদমান উভয় পক্ষের ১১ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।