কবরে শুয়ে হয়তো ভাবছে – ভাগ্যিস আমাকে “তো” সাত টুকরো করেনি..!! সুপ্রিয় সুপ্রকাশ
কারবালার এজিদের গল্প কেও হার মানতে হয় খুনি চার্লস রুপমের লোমহর্ষক হত্যাকান্ডকে। ব্যবসায়ী হেলাল কে সাত টুকরো করেনি,করেছে মাত্র তিন টুকরো, তাকে হেলালের সৌভাগ্য বলতে পারেন..!! কোন দেশে আছেন? কোথায় মহামারী? কোথায় আজ খোদাভিতী??
কত বড় কলিজা হলে বন্ধু কে বাসায় ডেকে এনে চা এর সাথে ঘুমের বড়ি,তারপরে তার দিয়ে ফাঁস দিয়ে মেরে বাথরুমে নিয়ে ঠান্ডা মাথায় মাথা,শরীর, পা তিন অংশে কেটে বেগে ভর্তি করে তিন জায়গায় ফেলে দেওয়া..এজিদ বেচারা বেঁচে থাকলে এ গল্প শুনে হয়ত রুপম এর কাছে বায়াত গ্রহন করতো..!! এ গল্প শুনে চোখের কোনে হয়তো ভেসে উঠবে সনি চ্যানেলের ” সাবধান ইন্ডিয়া” নামের অনুষ্ঠানের কথা।
খুনি রুপম আজকের সমাজের শিক্ষা ও সমাজ ব্যবস্হার ফসল। এভাবে কত খুনী,হন্তারকদের সাথে আমাদের বসবাস। পাড়ায়,মহল্লায় গড়ে উঠা গ্রুপ নেতা, পাতি নেতা,পোষ্টারের বয়,গালি বয়,রা,আগামী দিনের ” রুপম “।
পারিবারিক শাসন নেই, আদব,লেহাজের বালাই নেই, ধর্মীয় মুল্যবোধের শিক্ষা নেই। তাদের দ্বারা সমাজে এমন অপকর্ম নেই যা করানো অসম্ভব..!!
ভয়ংকর লোমহর্ষক এসব পাপা চার বলে দে.. দুনিয়া ধংসের দ্বারপ্রান্তে না এলেও বাংলাদেশ যে ধংসের টিকই দ্বারপ্রান্তে এসে গেছে তা মোটামুটি নিশ্চিত…!!
লেখক ঃ সুপ্রিয় সুপ্রকাশ
খুনের ঘটনাস্থল ঃ মোল্লারটেক, দক্ষিণখান থানা, ঢাকা।