ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন করে আরও দুজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে ফেঞ্চুগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জন।
আক্রান্তরা হলেন, উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাজেদা পারভীন (৪৫) ও শফিক-রাবেয়া একাডেমির শিক্ষক মনধির সরকার (৫৫)। মনধির সরকার বর্তমানে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান, সোমবার (২২ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এ ব্যাপারে জানতে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামানকে কল দিলে তিনি কল রিসিভ করেননি।