আন্তর্জাতিক ডেস্কঃঃ
এক আশ্রয়প্রার্থীকে মারধর করার জন্য বৃহস্পতিবার ক্রোশিয়ার দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে অতিমাত্রায় বল প্রয়োগ করার ঘটনা অবিলম্বে তদন্তের জন্য জাতিসংঘ আহ্বান জানানোর পর তাদেরকে গ্রেফতার করা হয়।
রাজধানী জাগরেবের ৩৫ মাইল দক্ষিণ পশ্চিমের শহর কালোভাচের পুলিশ জানায় যে একজন আফগান আশ্রয় প্রার্থীকে মারধর করার জন্য দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই আশ্রয়প্রার্থী বসনিয়া থেকে সেখানে প্রবেশ করে।
ওই দুই পুলিশ কর্মকর্তাকে ৩০ দিন আটক রাখা হবে। তাদেরকে চাকরিচ্যুত করে শৃঙ্খলাজনিত বিচারকাজ শুরু হয়েছে।
একজনের বিরুদ্ধে শারীরিক ক্ষতি করা এবং আরেকজনের বিরুদ্ধে সংঘটিত অপরাধ জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।