হলিবিডি প্রতিনিধি ঃ মোংলায় নাতনীকে ধর্ষণ করার অভিযোগে নানা ও নানীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ধর্ষণের অভিযোগে নানা হানিফ খলিফা(৬০) ও তার স্ত্রী তাসলিম বেগম(৫০)কে আটক করা হয়।
উপজেলার উত্তর চাঁদপাই গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়ছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, ওই গ্রামের আবু তাহের ও শিশুটির মায়ের মধ্যে কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। আর তাদের বিচ্ছেদের পর ১২ বছরের এক মাত্র শিশু কন্য নানী তাসলিমা বেগমের কাছে ছিলেন। গত ১৮ মে দিন দুপুরে নানীর দ্বিতীয় স্বামী(সৎ নানা) হানিফ খলিফা প্রলোভেন দেখিয়ে স্ত্রীর সহযোগিতায় ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানির একমাস পর শুক্রবার রাতে মাকে সঙ্গে নিয়ে থানায় আসে ধর্ষিত শিশুটি।
এ সময় পুলিশকে ঘটনার বর্ণনা করে নির্যাতনের শিকার ওই শিশু। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ আটক করে নাতনীকে ধর্ষণকারী সৎ নানা হানিফ খলিফা ও তার স্ত্রী তাসলিমা বেগমকে। পুলিশ জানায়, শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক ও তার সহযোগিতাকারী স্ত্রীকে আটক করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।