এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জের আব্দুল খালিক মাসুম এর AK masum ahmed নামের এক ফেইসবুক এবং জিমেইল আইডি হ্যাক করেছে হ্যাকার এ নিয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন আব্দুল খালিক মাসুম।
ডায়রী সুত্রে জানা যায় (১৪ জুন) রোজ রবিবার আব্দুল খালিক মাসুম এর ব্যবহৃত ফেইসবুক ও জিমেইল আইডি কোন দুষ্কৃতিকারী
হ্যাক করে হ্যাকার।তাই নিজের নিরাপত্তা জন্য, ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়রী
করেন তিনি । যাহার ডায়রী নং ৬৩২,
শনিবার (২০ জুন) তিনি সাধারণ ডায়রীতে উল্ল্যেখ করেন ,যে আমার ফেইচবুক আইডি Ak masum ahmed এবং জিমেইল আইডি Ak.masum20222@gmail.com
নামে ব্যবহার করি,উক্ত ফেইসবুক আইডি এবং জিমেইল আইডিতে লগইন করতে চাইলে লগইন করতে পারি নি, লগইন করার চেষ্টা করিলে কর্তৃপক্ষ নটিফেকশনের মাধ্যমে জানাইযে,check your sony xperia z3+Dual।
উল্লেখ্য আমার ব্যবহার মোবাইল সেটটি হলো samsung galaxy j7 prime। আমার ধারণা, আমার ইমেজ কে সমাজ ও রাষ্টের কাছে প্রশ্ন বিদ্ব প্রতিপন্ন, আমাকে সমাজে হ্যায় করা সহ আমার মান সম্মান ক্ষুন্ন করা লক্ষ্যে কোন দুষ্কৃতিকারী
ব্যক্তি তার খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হীন মনমানসিকতায় তার ব্যবহার মোবাইল sony xperia z3+Dual দিয়ে এই ধরণের কাজ করেছে।অদূ্র ভবিষ্যতে উল্লেখিত ব্যবহার ফেইচবুক ও জিমেইল আইডি দিয়ে কোনো অশালীন ,রাষ্ট্রের বিরোধী, কিংবা অপরাধ মূলক পোষ্ট ও কার্যক্রম করিলে তাতে আমি দায়ী নয় মর্মে তিনি সাধারণ ডায়রী করেন।