মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলব (দঃ) বাজারটি বিশেষ করে মতলব দক্ষিন থানা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ আরো গগুরুত্বপূর্ন প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছে। যেখানে মতলব দক্ষিন থানার সর্বসাধারণ প্রতিনিয়ত যাতায়াত, ক্রয় বিক্রয় সহ গুরুত্বপূর্ন কাজের জন্য সমাগম হয়ে থাকেন। বাজারটির গলিপথ হিসেবে চারিদিকেই রয়েছে অনেক পুরনো রাস্তা যেগুলো দিয়ে মানুষ যাতায়াত করে থাকে। এর মধ্যে অন্যতম মতলব পৌরসভার সাবেক প্রধান সড়ক যা বর্তমানেও অনেক গুরুত্বপূর্ন পূর্ব কলাদী এলাকার রাস্তাটি।
বর্তমানে এই রাস্তাটি সংস্কার করা অতীব জরুরী ও সময়ের দাবী রাখে। কারন এখন বর্ষা মৌসুম আর এই মৌসুমে একটু বৃস্টি হলেই রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পরে। কোন সাধারন পরিবহন কিংবা গাড়ী চলাচল করতে পারেনা। রিক্সা পর্যন্ত চলার অনুপযোগী হয়ে পরে কলাদীর এই বাজার মুখী গুরুত্বপূর্ন সড়কটিতে। বৃস্টির পানি জমে কাঁদায় পরিনত হয়, গাড়ি নিয়ে পরে যাওয়ার ভয়ে কোন রোগী নিয়েও মানুষ যাতায়াত করতে পারেনা। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও স্থানীয় ও বাজার মূখি মানুষরা পোহাচ্ছে কস্ট। তাই এমন একটি গুরুত্বপূর্ন বাজারের রাস্তাটি সংস্কার করা সময়ের দাবি হয়ে দাড়িয়েছে।
স্থানীয় জনগন জোর গলায় বলেন, বহু অনুরোধ করা হয়েছে এই রাস্তা সংস্কারের জন্যে, কিন্তু কেন দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের নজরে এই হাহাকার পৌছে না, বুজতে পারছিনা। তারা আরো বলেন, আমাদের এলাকার একটা বাসা থেকে একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রাস্তা খারাপের কারনে কোন যান বাহনেই আসতে চায়না। তাই এখন আমাদের চাঁদপুর -২ আসনের অভিভাবক (এম.পি) মহোদয় জনাব আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল সাহেবের সু-দৃস্টি কামনা করছি। মতলব বাজার কমিটি ও পূর্ব কলাদীর সর্বস্তরের জনগনের পক্ষ থেকে এমন জোর দাবি জানানো হয়।