মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ বর্তমান সময়ে মানব জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর ও ভয়ানক পরিস্থিতি হিসেবে বিশ্ব জুরে আতংকের নাম করোনা ভাইরাস বা কভিড ১৯। যা আজ বিশ্বকে করেছে স্তব্ধ ও অচলাবস্থা এমনকি জীবন নিয়েও রয়েছে সঙ্কা ও নানাহ ধনের উৎকন্ঠা। বিশ্বের সকল শক্তিশালী দেশ, উন্নত ও ধনী রাস্ট্রগুলো আজ বাকরুদ্ধ হয়ে পরেছে এমন ভয়ানক পরিস্থিতির মুখে। আমাদের উন্নয়নশীল এই দেশটিও শংকা মুক্ত নয়। দিন দিন রোগী বাড়ছে বাড়ছে মৃত্যুর মিছিল।
দির্ঘদিন সারাদেশে লক ডাউন থাকার পরে উন্মুক্ত করা হলে পুনরায় আরো বাড়তে থাকে তাই গুরুত্বপূর্ন ও রেড সিগনাল অঞ্চলগুলোতে লক ডাউন চলমান। এমন পরিস্থিতিতে গত ০৩ রা জুন হতে ১৩ জুন ১০ দিনের জন্য উপজেলা প্রশাসনের শিদ্ধান্তে মতলব দক্ষিন বাজার ও বাজারের আশে-পাশের কিছু এলাকা লক ডাউন করা হয়। বর্তমানে অর্থনৈতিক ও নানাহ কারনে তা শিথীল করে বাজারটিতে কিছু প্রশাসনিক নিয়মের মাধ্যমে সব কার্যক্রম চালু করা হয়।
আর এই পরিস্থিতিতে মহামারী করোনা থেকে মতলবকে রক্ষার করার জন্য উপজেলা প্রশাসন, মতলব পৌরসভা ও মতলব দক্ষিণ থানা পুলিশের সহায়তায় স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করছেন দিনের পর দিন নিরলস ভাবে। স্বেচ্ছাসেবীদের এসব কার্যক্রম মনিটরিংয়ে তৎপর রয়েছেন মতলব পৌরসভার মেয়র জনাব মোঃ আওলাদ হোসেন লিটন এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ সহ অনেক রাজনৈতিক ও গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ।