সিলেট প্রতিনিধিঃঃ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
এদিন জেদান আল মুসা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ১২ তারিখ (শুক্রবার) আমি করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা দিই। আজ রাতে আমাকে করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।’ এদিকে তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হলেও তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।
এছাড়া রোববার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয় এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।